আগামী ৭, ৮ ও ৯ অক্টোবর শেরে-ই বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মহামিলন মেলা ‘গোল্ডেন জুবলী’ অনুষ্ঠিত হবে। শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই মহামিলনের (গোল্ডেন জুবলী) আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সফল করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) ও বিএমএ নেতারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি করতে গত বুধবার তার (প্রধানমন্ত্রী) সাথে সাক্ষাত করেন স্বাচিপ ও বিএমএ নেতারা। এই ধারাবাহিকতায় শনিবার তারা সৌজন্য স্বাক্ষাত করেন হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মন্ত্রী মর্যদার আবুল হাসনাত আবদুল্লাহ এমপি’র সাথে। শনিবার বেলা ১২ টায় রাজধানী ঢাকার কলাবাগানের বাসায় হাসনাত আবদুল্লাহ’র বাসায় সৌজন্য সাক্ষাতকালে তিনি এই অনুষ্ঠান সার্থক ও সুন্দর করতে সর্বাত্বক সমন্বয় ও সহযোগীতার আশ্বাস দেন।
আগামী ৮ অক্টোবর বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সর মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্ধোধন করবেন বলে জানিয়েছেন স্বাচিপ ও বিএমএ নেতারা। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম, শেরে-ই বাংলা মেডিকেলের স্বাস্থ্য সেবা উন্নয়ন কমিটির সভাপতি মন্ত্রী আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক সহ বরিশালের সকল সংসদ সদস্য ও সরকারী দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা এবং দেশ বরেণ্য খ্যাতনামা চিকিৎসকরা উপস্থিত থাকবেন।
উদ্ধোধনের দিন প্রধানমন্ত্রীর কাছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অঞ্চলের স্বাস্থ্য সেবা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে বিভিন্ন দাবি তুলে ধরার কথা জানিয়েছেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
১৯৬৮ সালের ২০ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের গর্ভনর আব্দুল মোনয়েম খান শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন করেন। আগামী ২০ নভেম্বর এই কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গোল্ডেন জুবলী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগেভাগে ৭, ৮ ও ৯ অক্টোবর ঘটা করে দিবসটি পালনের প্রস্তুতি নিয়েছে শেবাচিম কর্তৃপক্ষ ও প্রাক্তন ছাত্র সমিতি।
১৯৬৪ সালে ৬ নভেম্বর নগরীর আলেকান্দায় আব্দুল মোনয়েম খান শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। রংপুরের লুৎফর রহমানকে কলেজের প্রথম বর্ষে ভর্তির মধ্য দিয়ে মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। তখন আসন ছিলো মাত্র ৫৬টি। বর্তমানে এই কলেজের আসন সংখ্যা ২২০।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর ২০১৮/হিমেল