ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন নিয়ে আগামীকাল রবিবার ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ১১টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন পুরাতন সিনেট কক্ষে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের’ এই সভা অনুষ্ঠিত হবে।
এদিকে ‘ক্যাম্পাসে সহাবস্থান’ না থাকায় এই সভায় ছাত্রদল নেতাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদাদল।
আজ শনিবার ঢাবি উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামানের সঙ্গে দেখা করে এই উদ্বেগের কথা জানান সাদাদলের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, যুগ্ম আহ্বায়কদ্বয় অধ্যাপক ড. লুৎফর রহমান ও অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, আগামীকাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের সভা আহ্বান করা হয়েছে। যেখানে ছাত্রলীগ, ছাত্রদল সহ অন্যান্য ছাত্রসংগঠনগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু ছাত্রদল ক্যাম্পাসে সহাবস্থান না থাকার কারণে অবস্থান করতে পারেনা। পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলসমূহে ক্ষমতাসীন ছাত্রলীগের আধিপত্য। এমতাবস্থায় কালকের সভায় ছাত্রদলের প্রতিনিধিবৃন্দ অংশ নিলে তাদের নিরাপত্তা কী হবে তা পরিষ্কার নয়। তাদেরকে নিরাপত্তা দিয়ে আনা এবং বের করা হবে কি না সে বিষয়েও স্পষ্ট হওয়া দরকার।
তিনি বলেন, গণমাধ্যমে খবর বেরিয়েছে ছাত্রলীগ কালকের সভায় ছাত্রদলের কেউ অংশ নিলে আক্রমণ বা হামলা করতে পারে। এমতাবস্থায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে উদ্বিগ্ন। যে কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমাদের উদ্বেগের বিষয়টি অবহিত করেছি।
প্রসঙ্গত, চলতি বছরের ১৭ জানুয়ারি ডাকসু নির্বাচন করতে ঢাবি প্রশাসনকে ছয় মাসের মধ্যে পদক্ষেপ নিতে আদেশ দেয় উচ্চ আদালত। এই নির্দিষ্ট সময়ে নির্বাচনের পদক্ষেপ না নেওয়ায় আদালত অবমাননার মামলা হওয়ার পর ক্যাম্পাসে ‘সক্রিয়’ ছাত্রসংগঠনগুলোকে চিঠি দিয়ে আলোচনায় ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান