নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিতরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আজ ভর্তির আবেদনের শেষ দিন হলেও তা ১৬ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
নোবিপ্রবির 'এ' ইউনিটের ভর্তি পরিক্ষা ২৬ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, ‘বি’ ইউনিটের পরীক্ষা ২৬ অক্টোবর বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, 'সি' ইউনিটের পরীক্ষা ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এছাড়া ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২৭ অক্টোবর বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, ‘ই’ ইউনিটের পরীক্ষা ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত এবং ‘এফ’ ইউনিটের পরীক্ষা ২৮ অক্টোবর বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://nstu.admission.online/bn) পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/১৬ সেপ্টেম্বর ২০১৮/হিমেল