আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৯ এ চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বুধবার বেলা সাড়ে ১১ টায় ইসলামী বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিকরা।
টুর্নামেন্টের ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ৩৯-১৯ গোলের ব্যাবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা। এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৩০-২২ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
গত শনিবার (২২ ফেব্রুয়ারি) আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। উদ্বোধনী ম্যচে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে ৪৪-১৭ গোলে হারিয়ে নিজেদের শুভ সূচনা করে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যলয়। সেফিাইনালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা।
খেলা শেষে বিজয়ী, রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা। এসময় উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, ট্রিপল ই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, ক্রীড়া কমিটির পরিচালক মোঃ সোহেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রিড়া বিভাগের সহকারি পরিচালক মাবিলা রহমান।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ভাষার মাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই অর্জনকে ভাষা শহীদদের প্রতি উৎসর্গ করেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা।
এরআগে গত ২৫ ফেব্রুয়ারি মেয়েদের খেলায় ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে হেরে রানার্সআপ হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেয়েরা।
উল্লেখ্য, প্রতিযোগিতায় স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ মোট ৯ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহন করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার