বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম ইমামুল হক বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে ধর্মীয় সংখ্যালঘু বলতে কিছু নেই। সংখ্যালঘু তারাই, যারা বাংলাদেশে বসবাস করে কিন্তু সঠিকভাবে এবং শুদ্ধ উচ্চারণে বাংলায় কথা বলতে পারে না।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সনাতন ধর্মাবলম্বীদের জন্য উপাসনালয়ের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিতা কেটে উপসনালয়ের (মন্দির) উদ্বোধন করা হয়।
আগামীতে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে ধর্মীয় উপাসনালয় স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান উপাচার্য।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হাসিনুর রহমান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল, প্রক্টর ড. সুব্রত কুমার দাসসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা