তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শোয়াবোর রহমান কনক নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।
বুধবার রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী ক্যাফেটেরিয়া সংলগ্ন আজিজ ভাইয়ের দোকানে এ ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় এখলাস নামের এক শিক্ষার্থীর মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, কাকন দে নামের শাখা ছাত্রলীগের বিজয় পক্ষের এক কর্মীকে মারধর করে সিএফসি পক্ষের কর্মীরা। মারধরের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিজয় পক্ষের নেতাকর্মীরা সিএফসি পক্ষের শোয়াবুর রহমান কনককে মারধর করে। এক পযার্যে উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। পরে তা সংর্ঘষে রূপ নেয়। রাত সাড়ে দশ টার দিকে পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারি থানা পুলিশের ওসি তদন্ত শামীম শেখ বলেন, ঘটনার খবর পরে আমরা ঘটনাস্থলে যাই। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর