শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদের বৃন্দ প্রযোজনা ‘কন্যাশ্লোক’ বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র হতে সম্প্রচার করা হবে। আগামীকাল শুক্রবার (১লা মার্চ) বেলা সাড়ে তিনটায় ৮৮.৮ এফএম হতে ‘সবুজ ক্যাম্পাস’ নামক অনুষ্ঠানে এই পরিবেশনা সম্প্রচার করা হবে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক নবনীতা কর্মকার।
তিনি আরও জানান, 'শেকল ভাঙার ছন্দ মোরা, দেয়াল ভাঙার উচ্চারণ'-এই শ্লোগানকে সামনে রেখে শাবিপ্রবিতে শুদ্ধ আবৃত্তি চর্চার কর্মী হিসেবে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আহবানে ‘সবুজ ক্যাম্পাস’ অনুষ্ঠানে আমাদের বৃন্দ প্রযোজন কন্যাশ্লোক সম্প্রচারিত হবে। আমাদের পরিবশেনাটি মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি উৎসর্গ করা হয়েছে।’
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে শাবির একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদের যাত্রা শুরু করে। আবৃত্তির পাশাপাশি এই সংগঠন বৃন্দ প্রযোজনা ও মৌলিক শ্রুতিনাটক পরিবেশনা করে আসছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর