শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'ন্যাশনাল স্কিল ফেস্ট ২০১৯' আগামী ৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার ভিত্তিক সংগঠন জিডিএন-সাস্ট এ ফেস্টের আয়োজন করছে।
বৃহস্পতিবার বেলা একটায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন জিডিএন-সাস্টের সহ সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান।
ওয়াহিদুর রহমান আরও বলেন, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে তারা এই স্কিল ফেস্টের আয়োজন করেছে। তিনটি ক্যাটাগরিতে এই ফেস্ট অনুষ্ঠিত হবে। ক্যাটাগরি তিনটি হলো প্রো-প্রেজেন্টার, অনলাইন স্পিচ প্রতিযোগীতা ও এপটিটিউড টেস্ট।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর