আমি শুক্কুর আলম। থাকি বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ২১৭ নং রুমে। বিকেলে ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়। দেখি বুকের উপর কাচের ভাঙ্গা গ্লাস। বাহিরে শুনি গালির শব্দ। বের হয়ে বলতে শুরু করি ভাই আমি প্রতিবন্ধী। এটা প্রতিবন্ধী রুম। প্লিজ এটা ভাংবেন না। এরপরেও তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে রুম ভাংচুর করে। আমি খুব কষ্ট নিয়ে আল্লাহর কাছে বিচার দিয়েছি। এভাবেই রুম ভাংচুরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বণর্না দিলেন শুক্কুর নামের এক প্রতিবন্ধী।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে সোহরাওয়ার্দী হলে প্রতিবন্ধীদের চারটি কক্ষ ভাংচুর করা হয়। এরই প্রতিবাদে রাত সাড়ে দশটার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে প্রতিবন্ধীরা। মিছিলটি সোহরাওয়ার্দী মোড় থেকে শুরু হয়ে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রতিবন্ধীদের সংগঠন ডিসকুর সভাপতি আলহাজ উদ্দিন বলেন, আমরা খুব ভারাক্রান্ত মন নিয়ে এখানে হাজির হয়েছি। আজকে আমার প্রতিবন্ধী ভাইদের উপর হামলা ও ভাংচুর করা হয়েছে। আমরা এতোবার প্রতিবন্ধী বলার পরেও আমাদের উপর হামলা করা হয়েছে। প্রশাসন আমাদের বলছে রুম ঠিক করে দিবে। কিন্তু এখনো কোন ব্যবস্থা পায়নি। আমরা রাতে ঘুমাতে পারছিনা। রুম জুড়ে গ্লাসের কাঁচ। পারছিনা পরিস্কার করতে। প্রশাসনের লোকজন আমাদের শুধু আশার বানি শুনিয়েছে। আমাদের ঘুমানোর জায়গা নেই। কোথাও ব্যবস্থাও করছেনা। আমরা এর একটা সুষ্ঠু সমাধান চাই। যারা হামলা ভাংচুর চালিয়েছে তাদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে। সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে আমরা রবিবার মানববন্ধনের আয়োজন করব।
ডিসকুর সহ-সভাপতি খোরশেদ আলম বলেন, রাজনীতি থাকবে। তাই বলে তাদের হাতে আমরা নিরাপদ থাকব না তা হবে না। যাদের হাতে প্রতিবন্ধীরা নিরাপদ না তারা রাজনীতি করার যোগ্যতা রাখে না। প্লিজ আমাদের নিরাপদ করুন। আমাদের আলাদা ব্লক দিন। আমাদের দায়ভার কে নিবে। আমরা এমনি প্রতিবন্ধী। আমাদের আরো প্রতিবন্ধী করা হচ্ছে।
ডিসকুর সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, দু'বছর ধরে আমরা খুব নির্যাতিত। হঠাৎ করেই আমাদের রুমে এসে ভাংচুর চালায়। আমারা প্রতিবন্ধী বলার পরেও তারা আমাদের রেহায় দেয় না। ক্যাম্পসে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অর্থ সম্পাদক প্রশান্ত চন্দ্র দাশ বলেন, আমি সোহরাওয়ার্দী হলের ২নং ব্লকের ২১৬নং রুমে থাকি। প্রতিবন্ধী রুমে পোস্টারিং করা আছে তার পরেও তারা আমাদের রুম ভাংচুর করেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ