'নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ ২০১৮ প্রতিযোগিতায় বেস্ট ইউজ অব ডেটা ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে নাসায় যাওয়ার আমন্ত্রণ পায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম অলিক'র সদস্যরা। তবে নাসা থেকে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও তাদের ভিসা আমেরিকান অ্যাম্বাসি রিজেক্ট করেছে বলে জানান টিম অলিকের মেন্টর বিশ্বপ্রিয় চক্রবর্তী।
তিনি জানান, আমেরিকান অ্যাম্বাসি আই এন এর ২১৪(বি) ধারায় আমাদের ভিসা প্রত্যাখ্যান করে। এই ধারা মতে তারা মনে করছে আমরা আমেরিকায় গেলে আর ফিরে আসব না। বিষয়টি নিয়ে স্পেস অ্যাপস চ্যালেঞ্জ এর লোকাল অর্গানাইজার (বেসিস) আইসিটি ডিভিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউএস অ্যাম্বাসেডর এর সাথে যোগাযোগ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল