ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে নৃত্যনাট্য ‘আমি স্বাধীনতা’ মঞ্চস্থ হয়েছে। পাঁচ দিনব্যাপি নৃত্য প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান শেষে শনিবার বেলা ১২টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নৃত্যনাট্যটি মঞ্চস্থ হয়।
ভারতের কলকাতা হতে আগত প্রখ্যাত নৃত্যশিল্পী সোমা গিরির রচনা ও পরিচালনায় নৃত্যনাট্য ‘আমি স্বাধীনতা’ পরিবেশনা করেন শিক্ষার্থীরা। এতে নৃত্যের মাধ্যমে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চিত্র ফুটে তোলা হয়।
এর আগে, নৃত্য প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ ড. সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একুশ শতকে সব ক্ষেত্রেই প্রশিক্ষণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নাচের মত একটি শিল্পকলায় প্রশিক্ষণ অপরিহার্য বিষয়। শুধু বর্তমানে নয় মানব সভ্যতার শুরু থেকেই নৃত্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয়ে এসেছে। এক গবেষণায় দেখা গেছে, নাচ মানুষের আয়ুষ্কাল বাড়ায়। ৩০ হাজার বছর আগে প্রস্তর যুগে গুহায় পাহাড়ের ভিতর মানুষ যেসব চিত্রকলা একে রেখেছিল এতে নাচের বিষয়টি স্পষ্ট ফুটে ওঠে।
জানা যায়, নৃত্যশিল্পীদের ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে প্রশিক্ষণ দেওয়া হয়। ৫ দিনব্যাপি এ কর্মশালার প্রশিক্ষক ছিলেন কলকাতা থেকে আগত নৃত্যশিল্পী সোমা গিরি। তিনি রবীন্দ্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভরতনাট্যমে বি.এ এম.এ পিএইচডি এম.ফিল সম্পন্ন করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম