মাদক, সন্ত্রাস-জঙ্গীবাদ ও র্যাগিং মুক্ত শিক্ষাঙ্গন গড়ার প্রত্যয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে (শেকৃবি) শনিবার অনুষ্ঠিত হয়েছে মাদক, জঙ্গিবাদ ও র্যাগিং বিরোধী সমাবেশ।
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, এসবি, বাংলাদেশ পুলিশ- কৃষিবিদ মীর শহীদুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম; ডিএমপি কমিশনার কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম, বিপিএম (বার) ও শেকৃবি ট্রেজারার প্রফেসর ড. মোঃ আনোয়ারুল হক বেগ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-উপাচার্র্য ড. মো. সেকেন্দার আলী। সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ।
এসময় শেকৃবির সাবেক দুই কৃতি শিক্ষার্থী বর্তমান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনারের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন