জেলহত্যা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শোকর্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্তর থেকে শোকর্যালি শুরু হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শোকর্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের কর্মকর্তা রাজিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ।
শোকর্যালি ও আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম