ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দলের বিদ্রোহী গ্রুপের এক নেতার পরিবার।
বাড়িতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী হুমকি দেওয়ার অভিযোগে শনিবার রাতে সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালনের ভগ্নিপতি শহিদুল ইসলাম বাদী হয়ে মেহেরপুরের গাংনী থানায় এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইসিটি দফতরের কর্মচারী ইলিয়াস জোয়ার্দ্দারকে প্রধান আসামি করে দণ্ডবিধি ১৪৩, ৪৪৮ এবং ৫০৬ ধারায় মামলা করা হয়েছে। মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকেও আসামি করা হয়েছে। এছাড়াও ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকার উজ্জ্বল এবং মাইক্রোবাসের চালকসহ মোট ৭ জনকে আসামি করা হয়েছে। মামলায় ৩/৪ জনকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইবি কর্মচারীসহ যে চারজনকে আটক করা হয়েছে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম