হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিভিন্ন অপপ্রচার ও মিথ্যাচারকারীদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জবাব ও বিচার দাবি করে মানববন্ধন হয়েছে।
রবিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় ওই মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে।
মানববন্ধনে বক্তারা বলেন, এবার হাবিপ্রবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে কোনো প্রকার এলাকাপ্রীতি, স্বজন প্রীতি ও নিয়োগ বাণিজ্য হয়নি। বরং এসব হয়েছে যারা মিথ্যচার করেছে তাদের আমলে বিভিন্ন নিয়োগে। বিভিন্ন সম্মানিত শিক্ষকদের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য দিয়েও মিথ্যাচার করে যারা সম্মানহানী করে অতিদ্রুত তাদের বিচার চাই।
হাবিপ্রবির সকল সাধারণ শিক্ষার্থীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন জুয়েল রানা, আতিক, মুন্না প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম