ছাত্রলীগের কথানুযায়ী আবাসিক হলে শিক্ষার্থীদের আসন বিন্যাস না করা এবং আসন বিন্যাসের ক্ষেত্রে ছাত্রলীগ নেতাদের সাথে পরামর্শ না করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট রুমে এবং অফিস রুমে তালা লাগিয়েছেন ছাত্রলীগ নেতা মাহমুদ-উল ইসলাম জয়।
রবিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলে কর্মকর্তা-কর্মচারীদের হল অফিস কক্ষ থেকে বের করে দিয়ে তালা দেন তিনি।
হল সূত্র জানায়, পূর্ব আবেদনপত্র থেকে গত বৃহস্পতিবার হলের আসন বরাদ্দের জন্য সাক্ষাৎকার গ্রহণ করা হয়। বৃহস্পতিবার রাতেই সাক্ষাৎকার দেওয়া শিক্ষার্থীদের আসন বন্টন করেন হলের প্রভোস্ট। বরাদ্দের ব্যাপারে জয় এবং ছাত্রলীগ নেতাদের সাথে পরামর্শ না করে আসন বরাদ্দ দেওয়ার পর বৃহস্পতিবার রাত থেকেই ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন পরিকল্পনা নেন। পরিশেষে রবিবার আসন প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হতে আসলে তাদেরকে বের করে দিয়ে প্রভোস্ট কক্ষ ও অফিস কক্ষে তালা লাগিয়ে ভর্তি স্থগিত করে দেন জয়সহ ছাত্রলীগ নেতারা। এরপর থেকে বিকাল চারটা পর্যন্ত কেউ অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি।
সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর হলের আসন বরাদ্দ দেওয়ার সময় হল প্রভোস্ট শাহীনুর রহমান ছাত্রলীগের নেতাদের সাথে কোন ধরনের পরামর্শ ছাড়াই শিক্ষার্থীদেরকে আসনের বৈধতা দেন। আরও জানা যায়, শহীদ মুখতার ইলাহী হলে ইতোপূর্বে কোন প্রভোস্ট ছাত্রলীগ নেতা জয়ের পরামর্শ ছাড়া কোন আসন বরাদ্দ দিতে পারেননি।
হল অফিস সূত্র জানায়, হলে মোট ৩৪০টি আসনের মধ্যে বৈধ আসন সংখ্যা ১১৮ টি। বাকি আসনগুলোতে জয় এবং ছাত্রলীগ নেতারা তাদের ইচ্ছামতো শিক্ষার্থী তুলে মাসিক চাঁদা আদায় করেন বলে অভিযোগ আছে। কিন্তু এবার হল প্রভোস্ট তাদের সাথে কোন কথা ছাড়াই আসন বরাদ্দ দিলে তারা অফিস কক্ষে তালা দিয়ে হলে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেন।
এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেতা জয়ের মোবাইলে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পরে এ বিষয়ে জানতে ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ঢাকায় ব্যস্ত আছি। তালা লাগানোর বিষয়টি শুনেছি। কেন লাগিয়েছে এ ব্যাপারে আমি কিছু জানি না।
এবিষয়ে হল প্রভোস্ট (চলতি দায়িত্ব) মো. শাহিনুর রহমান জানান, তালা দেয়ার বিষয়টা শুনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে বিষয়টা সুরাহা করা হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব