সেশনজট লাগব, নির্দিষ্ট সময়ে শিক্ষাজীবন শেষ ও চাকরির বাজারে শিক্ষার্থীরা নিজেদের এগিয়ে নিতে তৃতীয়বারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ৯টি বিভাগের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় পরীক্ষার হল পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড শিরীণ আখতার।
বিকাল ৩টার দিকে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রতি বছর অসংখ্য শিক্ষার্থীর একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু দেখা যায় একসাথে ভর্তি হওয়া কিছু শিক্ষার্থী আগে ডিগ্রি সম্পন্ন করছে আবার কেউ পরে। এতে করে চাকরির বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে তারতম্য সৃষ্টি হচ্ছে। যদি একই সময়ে সব শিক্ষার্থী একসাথে বের হয় তবে চাকরির বাজারে সমমানের প্রতিযোগিতা সৃষ্টি হবে।
জানা যায়, সমাজবিজ্ঞান অনুষদের নয়টি বিভাগে আজ একযোগে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষ হবেও প্রায় একই সময়ে। রেজাল্টও একই সাথে দিতে বদ্ধ পরিকর বিভাগের সভাপতিরা। পরীক্ষা শুরু হওয়া বিভাগ সমুহ হলো, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, যোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন, রাজনীতি বিজ্ঞান, সমাজতত্ত্ব, নৃবিজ্ঞান, পুলিশ সায়েন্সস এন্ড ক্রিমিনোলজি এবং ডেভেলপমেন্ট স্টাডিজ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন