নিচ্ছিদ্র নিরাপত্তা ও উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার ভর্তি পরীক্ষার প্রথম দিনে তিন শিফটে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভূক্ত ‘এ’ ইউনিট ও ব্যাবসায় প্রশাসন অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, দিনের প্রথম শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৮ শত ৮১ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করে। দিনের অপর দ্বিতীয় ও তৃতীয় শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৮ হাজার ৯ শত ৩০ জন আবেদনকারীর মধ্যে ৯০ শতাংশ ভর্তিচ্ছু অংশগ্রহণ করেছে বলে জানা গেছে। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ উপচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
প্রথম দিনের ভর্তি পরীক্ষায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভর্তি পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলা উপ কমিটির আহবায়ক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন। তিনি বলেন, ‘ কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা প্রথম দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। আশা করছি আগামী দুই দিনের পরীক্ষাও সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।
এদিকে যেকেনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে। প্রতিটি কেন্দ্রে, প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপশি জালিয়াতি ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, আগামীকাল (৫ নভেম্বর) কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ সম্মিলিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে। ৬ নভেম্বর ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/হিমেল