জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসভনের সামনে মুখোমুখি অবস্থানে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ। এতে যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।
শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের নির্দেশের পর মঙ্গলবার বিকালে সহস্রাধিক সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করছেন। এ সময় ছাত্রলীগও সেখানে অবস্থান নিলেও এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
এর আগে, দুপুর ১২টার দিকে দুর্নীতির অভিযোগে উপাচার্য ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় শিক্ষার্থী, সাংবাদিকসহ অন্তত ২৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পরে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব