হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিভিন্ন অপপ্রচার ও মিথ্যাচারকারীদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী সংগঠনে অনুপ্রবেশকারী কিছু শিক্ষক ভিত্তিহীন তথ্য প্রচার করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছে। এবার হাবিপ্রবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে কোন প্রকার এলাকাপ্রীতি, স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্য হয়নি। বিভিন্ন সম্মানিত শিক্ষকদের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য দিয়েও মিথ্যাচার করে যারা সম্মানহানী করে অতিদ্রুত তাদের বিচার চাই।
বিডি প্রতিদিন/হিমেল