ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চলমান ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহযোগিতায় পাশে নেই ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ। বিগত বছরগুলোতে ভর্তিচ্ছুদের পাশে থাকলেও এবার কমিটি নিয়ে বর্তমান সংকটের কারণে কার্যক্রম নেই ছাত্রলীগের। ভর্তি পরীক্ষার মত মহাযজ্ঞে ছাত্রলীগের কার্যক্রম না থাকাটা হতাশাজনক বলে মনে করছেন কর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, বিগত বছরের ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ভর্তিচ্ছুদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছিল। গত বছর ছাত্রলীগের কমিটি স্থগিত থাকলেও ক্যাম্পাসের প্রধান ফটকের বাইরে অভিভাবক কর্ণার, হলে হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য অভ্যর্থনা কক্ষ, হলে ভর্তিচ্ছুদের রুমে পৌঁছে দেওয়া, সাধারণের মধ্যে পানি, লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছিল তারা। তবে এ বছর ইবি শাখা ছাত্রলীগের কমিটি থাকার পরেও ভর্তি পরীক্ষায় কোন প্রকার কার্যত্রম নেই সংগঠনটির পক্ষ থেকে। কোনো ব্যানারও করে নি তারা। কমিটি নিয়ে চলমান সংকটের করণে ভর্তি পরীক্ষায় সকল প্রকার কার্যক্রম থেকে বিরত রয়েছে বলে ছাত্রলীগ নেতারা জানিয়েছেন।
এবিষয়ে ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগে কিছু ঝামেলা চলছে। কোনো কার্যক্রম চালাতে গেলে অরাজকতা সৃর্ষ্টি করছে ছাত্রলীগ নামধারী একটি পক্ষ। ফলে আমরা স্বাভাবিক ভাবে কার্যক্রম চালাতে পরাছি না।’
এদিকে ভর্তি পরীক্ষায় ছাত্রলীগের কার্যক্রম না থাকায় হতাশা প্রকাশ করেছে দলীয় কর্মীরা। একাধিক কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ‘দলে কর্মী বাড়ানোর অন্যতম একটি প্লাটফর্ম ভর্তি পরীক্ষা। এসময় সাধারণ শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত কাজে সহযোগিতা করলে দলের প্রতি তাদের একটি ভাল ধারণা তৈরি হয়। ফলে পরবর্তীতে তারা ছাত্ররাজনীতিতে আসতে আগ্রহী হয়। এবারে ভার্তি পরীক্ষায় নেতারা কার্যক্রমহীন থেকে দলকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে বলে দাবি করেছে ছাত্রলীগ কর্মীরা।
অন্যদিকে ছাত্রলীগের কার্যক্রম না থাকায় হল কর্তৃপক্ষের পক্ষ থেকে অভ্যর্থনা কক্ষ করা হয়েছে। হল কর্তৃপক্ষ ছাত্রলীগ কর্মীদের কাজে লাগিয়ে ভর্তিচ্ছুদের সহযোগিতা করছে। এছাড়াও পদপ্রত্যাশী কিছু ছাত্রলীগ নেতা ব্যক্তি উদ্যোগে ভর্তিচ্ছুদের সহযোগিতা করেছে। ক্যাম্পাসের প্রধান ফটকে অভিভাবক কর্ণার করেছে ইবি শাখা ছাত্রমৈত্রী ও ছাত্র ইউনিয়ন। বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ সমিতি, সামাজিক সংগঠন, বিএসসিসি, রোভার স্কাউট সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে ভর্তিচ্ছুদের সহযোগিতায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার