জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অপসারণের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।
মঙ্গলবার সন্ধ্যায় 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ' ব্যানারে আয়োজিত এক মশাল মিছিল শেষে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ দাবি জানান।
এর আগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ ও মশাল মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।
সমাবেশে ভিপি নুর আরও বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি দুর্নীতিবাজ ভিসিকে অপসারণ, আমরা তাদের সঙ্গে সম্মতি পোষণ করছি। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিচার এবং এই দুর্নীতিবাজ উপাচার্যের অপসারণ দাবি করছি।'
বিডি-প্রতিদিন/মাহবুব