উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে হল গেটের তালা ভেঙে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনে যোগ দিয়েছেন জাবি ছাত্রীরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৯টা থেকে পালাক্রমে মেয়েদের হলগুলোর গেটের তালা ভাঙা শুরু হয়। এরপর রাত ১০টায় উপাচার্যের বাসভবনের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করতে শুরু করেন আন্দোলনকারীরা ।
শিক্ষক-শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ, উপাচার্যের অপসারণ এবং হল ভ্যাকেন্ট প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালু রেখেছেন ২ শতাধিক শিক্ষার্থী। রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, প্রীতিলতা হল, সুফিয়া কামাল হল, জাহানারা ইমাম হল ও ফয়জুন্নেছা হলের গেট ভেঙে ছাত্রীরা আন্দোলনে যোগ দেন। এসময় আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন তারা।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ