তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে গণরুমে হল শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২২৫ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।
জিয়া হলের কয়েকজন শিক্ষার্থী জানান, সঞ্জিত চন্দ্র দাসের অনুসারী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মাজহার দুপুরে ক্লাসে যাওয়ার সময় আল নাহিয়ান খান জয়ের অনুসারী দ্বিতীয় বর্ষের অপূর্বের সিট থেকে একটা বেডশিট নিচে পড়ে গেলে মাজহারকে সেটি ওপরে তুলে রাখতে বলে অপূর্ব। কিন্তু মাজহার সেটি ওপরে তুলে না রাখায় দু’জনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মাজহারকে মারধর করে অপূর্ব। ঘটনা শুনে মাজহারের গ্রুপের ছেলেরা এসে অপূর্বর কাছে কৈফিয়ত চায়। এ অপূর্ব ও তার সঙ্গীরা মাজহারের গ্রুপের ছেলেদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা হাতাহাতি রূপ নেয়। এ হাতাহাতির ঘটনায় অপূর্ব ও সিয়াম নামে দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী আহত হয়। তারা দু’জনই আল নাহিয়ান খান জয়ের অনুসারী।
এ ঘটনার বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনার বিষয়ে হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. জিয়া রহমানের বক্তব্য নেয়া যায়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন