জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রীতিলতা হলে অবস্থান করা ছাত্রীদের অবরুদ্ধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন। রাতে ছাত্রীরা হলে প্রবেশের পর থেকে তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে দাবি করেছেন ওই হলের ছাত্রীরা। এদিকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন হলের সামনে।
আজ সকাল পৌনে ১১টায় একটি বিক্ষোভ মিছিল ওই হলের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানেই বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/হিমেল