২৮ জানুয়ারি, ২০২০ ২১:৩০

বর্ণিল সাজে চরফ্যাশন সরকারি কলেজ ক্যাম্পাস

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

বর্ণিল সাজে চরফ্যাশন সরকারি কলেজ ক্যাম্পাস

ফাইল ছবি

ভোলা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।

শুধু রঙিন বাতিই নয় উৎসবকে কেন্দ্র করে কলেজের সব কিছুতেই লেগেছে নতুনত্বের ছোয়া। কলেজের ফটক থেকে শুরু করে সকল স্থাপনাকে রঙিন করা হচ্ছে। কলেজ মাঠে তৈরি হচ্ছে প্যান্ডেল।

'এসো মিলি প্রাণের মেলায়' এই শ্লোগান নিয়ে আগামী ১ ফেব্রুয়ারি চরফ্যাশন সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসব উদযান পরিষদের আহবায়ক জানান, ভোলা জেলার সর্বোচ্চ ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি নিয়েছেন। কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষার্থীরা মিলিত হবে উৎসবে। সুবর্ণ জয়ন্তীর বর্ণিল উৎসবে কলেজের ৫০টি ব্যাচের প্রায় ২০ হাজার শিক্ষার্থী অংশ নেবেন। 

১লা ফেব্রয়ারী বেলা সাড়ে ১১ টায় সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের চীপ হুইপ নুর-ই- আলম চৌধুরী এমপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

বিডি প্রতিদিন/হিমেল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর