ভেদাভেদ ভুলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু পরিষদের সকল নেতাকর্মীদের ঐক্যের আহ্বান জানিয়েছে নব গঠিত বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট। বুধবার সকাল সাড়ে ৯টায় বিজ্ঞান ভবনের শিক্ষক লাউঞ্জে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষক নেতারা।
জানা গেছে, বর্তমানে ইবিতে বঙ্গবন্ধু পরিষদের তিনটি কমিটি রয়েছে। এতে আওয়ামী পন্থী শিক্ষক-কর্মকর্তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে। ক্যাম্পাস রাজনীতিতে শুরু হয়েছে অস্থিরতা। তাই ক্যাম্পাসের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে ঐক্যের ডাক দিয়েছেন শিক্ষকদের এই অংশ। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অধ্যাপক রুহুল কে এম সালেহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কাজী আখতার হোসেন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবর রহমান, প্রক্টর অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মন, অধ্যাপক তপন কুমার জোদ্দার, অধ্যাপক মেহের আলী, অধ্যাপক সেলিনা নাসরিনসহ অন্যান্য শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সাধারণ সম্পাদক অধ্যাপক আবু হেনা মোস্তফা জামাল। এ সময় তিনি বলেন, আমাদের নির্বাচন প্রক্রিয়া পূর্বে শুরু হলেও আমরা কেন্দ্রের ঐক্যের প্রতি সম্মান দেখিয়ে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছি। কিন্তু কেন্দ্রীয় প্রচার সম্পাদক এর পক্ষ থেকে কোনরূপ সাড়া না পেয়ে ও অন্য পক্ষের কার্যক্রমে কোন প্রকার ঐক্য প্রতিষ্ঠার ইচ্ছার প্রতিফলন না দেখায় আমরা নির্বাচনের অংশ নিই। ঐক্যের সম্ভাবনা শেষ হয়ে যায়নি, আমাদের আলোচনার দ্বার সব সময় খোলা। যে কোন ধরণের ঐক্য প্রচেষ্টাকে আমরা সব সময় সম্মান জানাবো।
বিডি প্রতিদিন/ফারজানা