প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের উদ্যোগে আগামী সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করবেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।
সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী, দপ্তর প্রধানগণ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেবেন।
ওই আলোচনা সভাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফেসবুক লাইভের মাধ্যমে সকলের জন্য সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ফয়সল মাহমুদ রুমি।
বিডি প্রতিদিন/ফারজানা