২২ অক্টোবর, ২০২০ ১২:১৭

তদন্ত ও গণশুনানী শেষে রাবি উপাচার্যের তদন্ত প্রতিবেদন জমা

রাবি প্রতিনিধি

তদন্ত ও গণশুনানী শেষে রাবি উপাচার্যের তদন্ত প্রতিবেদন জমা

ফাইল ছবি

দীর্ঘ তদন্ত ও গণশুনানী শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

তদন্তে উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীর বিরুদ্ধে ওঠা বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, স্বজনপ্রীতি, টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন অভিযোগ প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) ও বুধবার (২১ অক্টোবর) দুই দিনে ইউজিসি গঠিত তদন্ত দলের আহ্বায়ক বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ডক্টর দিল আফরোজ বেগম প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে প্রতিবেদন জমা দিয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর