ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) হামলার এক বছর পূর্তিতে কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজ মঙ্গলবার সকালে শহীদ মিনারের পাদদেশ থেকে তারা মিছিল শুরু করেন।
মিছিলে আসা নেতাকর্মীরা বলেন, ওই হামলায় জড়িতদের শাস্তি দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। অন্যান্য নেতারাও ধিক্কার জানিয়েছিলেন। কিন্তু বিচার হয়নি।
ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর মিছিলের নেতৃত্ব দেন। পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/ফারজানা