২২ জানুয়ারি, ২০২১ ১৬:৩৯

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ভার্চুয়াল সেমিনার

প্রেস বিজ্ঞপ্তি

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ভার্চুয়াল সেমিনার

বিজনেস লিডারশিপ এর ক্ষেত্রে বিজনেস গ্র্যাজুয়েটদের বিশ্বাসযোগ্যতা, দূরদর্শিতা,  কর্মদক্ষতা, প্রেরণা বিষয়ে বিশেষ দক্ষতা অর্জনে গুরুত্বারোপ করেছেন ফিউচারলিডার্স এর প্রতিষ্ঠাতা  কাজী মাহমুদ আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ( ISU) এর বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগ  আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠানগুলো কর্মীদের মাঝে বিনয়,  প্রতিষ্ঠানকে ধারণ, সাহসিকতা, যোগাযোগ দক্ষতা প্রত্যাশা করে। 

আইএসইউ ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. অলি আহাদ ঠাকুর এর সঞ্চালনায় ভার্চুয়াল সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান। এই প্রেক্ষাপটে ড. মিজান বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবসায় শিক্ষার পাঠদান পদ্বতিকে সময়োপযোগী তাত্ত্বিক  শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও সহশিক্ষা  কার্যক্রমে গুরুত্ব দেয়ার পরামর্শ দেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর