গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসে ঢুকে শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে।
গত মঙ্গলবার গভীর রাতে নগরীর রূপাতলী হাউজিংয়ের বিভিন্ন মেসে ঢুকে শিক্ষার্থী নির্যাতনের প্রায় ৪০ ঘণ্টা পর থানায় এই মামলা দায়ের করা হলো।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মু. মুহসিন উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গভীর রাতে মেসে ঢুকে শিক্ষার্থীদের মারধর করে জখমের অভিযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই মামলার কোন আসামি পুলিশ গ্রেফতার করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বৃহস্পতিবার রাত ৯টায় এই তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়। একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের স্থিতিবস্থা বজায় রাখতে বরিশালবাসী সহ সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন