রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তারেক নুর মামুন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক আদেশ বলে তাকে নিয়োগ দেয়া হয়।
রেজিস্টার দপ্তরের সেই আদেশে বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক লুৎফর রহমানকে অব্যাহতি দেয়া হয় এবং সহযোগী অধ্যাপক তারেককে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দায়িত্ব গ্রহণের নির্দেশ দেয়া হয়।
এই নির্দেশনা পাওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এ বিষয়ে সহযোগী অধ্যাপক তারেক নুর বলেন, উপাচার্য স্যার আমাকে যে দায়িত্ব দিয়েছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমস্যাগুলো ও তাদের স্বার্থের জন্য যে কাজগুলো ভাল হয় সেগুলো সঠিকভাবে পালন করার আমি চেষ্টা করব। সেই সঙ্গে সকলের সহযোগিতাও প্রত্যাশা করছি।
বিডি প্রতিদিন/ফারজানা