স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর ফার্মেসি বিভাগের উদ্যোগে গত ২৫ সেপ্টেম্বরে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘ফার্মেসি: আপনার স্বাস্থ্য সেবায় সর্বদা বিশ্বস্ত।'
দিবসটি উপলক্ষে ফার্মেসি বিভাগ কর্তৃক আয়োজিত ওয়েবিনারে সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির। ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফার্মাসিস্ট বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালক (উৎপাদক) লুৎফর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মো. মাহবুবুল হক।
ওয়েবিনারে বক্তারা ফার্মেসি পেশার গুরুত্ব, ঔষধ উৎপাদন, মান নিয়ন্ত্রণসহ স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের অবদানের কথা গুরুত্বসহকারে তুলে ধরেন। বক্তারা ফার্মাসিস্টদের উন্নত বিশ্বের ন্যায় শিক্ষা, উৎপাদন, ঔষধের যৌক্তিক ও নিরাপদ ব্যবহারের ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।
ওয়েবিনার শেষে ফার্মেসি সংক্রান্ত আন্ত:ব্যাচ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন / অন্তরা কবির