জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মাঠ ধূপখোলা বেদখল ও খননকার্য বন্ধের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় এই কর্মসূচি করেন সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদিক্ষন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তা অবরোধ করে ও বিভিন্ন ধরণের স্লোগান দিতে দেখা যায়।
এসময় শিক্ষার্থীরা তাদের অভিযোগ তুলে ধরেন এবং মাঠ রক্ষার দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এসময় পুলিশ আন্দোলন বাধা প্রদান করে। শুরুতে পুলিশের সাথে কথা কাটাকাটি হলেও পরবর্তীতে শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে আসতে বাধ্য হয়।
কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করবে তাদের নির্দিষ্ট জায়গায়। রাস্তা অবরোধ করে বেআইনি ভাবে আন্দোলন করলে পুলিশের দ্বায়িত্ব সে আন্দোলন রুখে দেওয়া। পুলিশ স্বাভাবিক অবস্থান রক্ষা করতে রাস্তা অবরোধ করতে নিষেধ করেছে।
জবি প্রক্টর মোস্তফা কামাল বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করি। মাঠকে ফিরিয়ে আনার জন্য আমরাও প্রশাসনকে অনুরোধ করেছি। তারা আমাদের এখনো কিছু জানায়নি।
উল্লেখ্য, ১৯৮৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি শিক্ষার্থীদের খেলাধুলার জন্য নিজস্ব কোনো মাঠ না থাকায় ধূপখোলা খেলার মাঠটি তিন ভাগ করে এক ভাগ তৎকালীন সরকারি জগন্নাথ কলেজকে ব্যবহার করার জন্য মৌখিকভাবে অনুমতি দেন। তখন থেকেই প্রতিষ্ঠানটি খেলার মাঠ হিসেবে ধূপখোলা মাঠটিকে ব্যবহার করছে। এই মাঠেই বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন