রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দিন সেলিমকে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এ সময় বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. শহিদুল আলম, সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. কমল কৃষ্ণ বিশ্বাস, প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক তরিকুল হাসান, সদস্য অধ্যাপক শাহরিয়ার জামান ববি, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি ড. জিন্নাত ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এক অফিস আদেশে অধ্যাপক সালাউদ্দিন সেলিমকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ থেকে স্ববেতন ও স্বপদে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবে স্থানান্তরের আদেশ দেন। আগামী ৩ বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গে বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. কমল কৃষ্ণ বিশ্বাসকে তার নিজ বিভাগ প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে ফেরত পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এমআই