২৯ জুন, ২০২২ ১৬:০০

নোবিপ্রবিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় মতবিনিময়

নোয়াখালী প্রতিনিধি

নোবিপ্রবিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় মতবিনিময়

নোবিপ্রবিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় মতবিনিময়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে (নোবিপ্রবি) ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-এর আওতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার কার্যক্রম অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সামসুদ্দিন জেহানসহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ অন্যান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম, উপ-উপাচার্য প্রফেসর ড. প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার, আইআইএস পরিচালক ড. ফিরোজ আহমেদ, রেজিস্ট্রার (অ.দা) ও ফোকাল পয়েন্ট সংশ্লিষ্ট কমিটি মোহাম্মদ জসীম উদ্দিন, নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোক্তার হোসেন, নোয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম, নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইদুর রহমান ও নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর