আগামী ঈদুল আজহায় বন্ধ হবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলসমূহ। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে।
শনিবার বিকেলে একাধিক হল প্রাধ্যক্ষ এ তথ্য জানিয়েছেন। তবে প্রাধ্যক্ষ পরিষদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তারা।
ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস-পরীক্ষা। এছাড়া জুলাইয়ের ২২ ও ২৩ তারিখ শুক্র ও শনিবার হওয়ায় ২৪ জুলাই থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন