জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণাভিত্তিক সংগঠন এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি)।
রবিবার সকাল ১০টায় রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতারা।
নেতৃত্ব দেন নবগঠিত সংগঠনটির সভাপতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও ‘ইআরডিএফবি’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ‘ইআরডিএফবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ও সংগীতশিল্পী লীনা তাপসী খানসহ শিক্ষা ও গবেষণার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কৃষিবিদ, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল