রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেছেন, মেট্রোরেলের উদ্বোধন বাঙালি জাতির এক অনন্য অর্জন। যা দেশনেত্রী শেখ হাসিনার হাত ধরে সম্ভব হয়েছে। এই উন্নয়ন বাঙালি জাতির জন্য গর্বের।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেলের উদ্বোধনকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত আনন্দ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, উন্নয়নের মহাসড়কে আজ বাংলাদেশ। দেশে আওয়ামী সরকারের ধারাবাহিক উন্নয়নের ফল এই মেট্রোরেল। এই সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। আওয়ামী লীগের উন্নয়নে দেশের মানুষ সন্তুষ্ট। তাই দেশের মানুষ সামনের নির্বাচনে আবারো ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়যুক্ত করবেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনাকে সহায়তা করবেন।
সমাবেশ শেষে বক্তব্য দেন শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। এসময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেজবাহুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিশুসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ