পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়োন্নয়ন ইস্যুতে চলমান লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের দশম দিনে দু’ গ্রুপের মধ্যে হামলা পাল্টা-হামলার ঘটনা ঘটেছে।
একই সময় ক্যাম্পাসের বাইরে প্রধান দু‘গেটে স্থানীয় ছাত্রলীগ যুবলীগ এবং আন্দোলনকারীদের স্বজনসহ এলাকাবাসী পক্ষে-বিপক্ষে বিক্ষোভ প্রদর্শন করায় ক্যাম্পাস ও বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, তিনটি পর্যায়োন্নয়ন ইস্যুতে পবিপ্রবি কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক ওয়াজকুরুনীর নেতৃত্বে সকল কর্মকর্তা-কর্মচারী গত ৩০ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করে। আন্দোলনের নবম দিনে রেজিস্ট্রার অপসারণের ঘোষণা দিলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সমর্থিত কর্মকর্তারা বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট শুরু করলে রেজিস্ট্রার ড. কামরুল ইসলাম সমর্থিত গ্রুপ ইস্যু পাল্টানোর প্রতিবাদ জানিয়ে আন্দোলন বর্জনের ঘোষণা দেয়। এ সময় দু‘গ্রুপের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি, হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
এই খবর ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে পড়লে রেজিস্ট্রার সমর্থিত ছাত্রলীগ, যুবলীগসহ স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে জড়ো হয়ে বিক্ষোভ করে। তারা আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের প্রতিহতের ঘোষণা দেয়।
অপরদিকে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গেটে সাইদুর রহমান জুয়েল সমর্থিত ছাত্র ও যুবলীগের একাংশ পাল্টা রেজিস্ট্রারবিরোধী বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। ক্যাম্পাস ও বাইরে এমন ত্রিমুখী বিক্ষোভ ও কঠোর অবস্থানের কারণে ক্যাম্পাস ও বাইরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এমন উত্তেজনাকর ও থমথমে পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহিংসতার আশঙ্কায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল