দেশের বিভিন্ন সেক্টর থেকে আগত ১১০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বুধবার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে ২০২৩।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি। ক্যারিয়ার ডে-এর সার্বিক আয়োজনে ছিলো আইইউবির অফিস অফ ক্যারিয়ার গাইডেন্স, প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই রিলেশনস।
এতে আরও বক্তব্য রাখেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, উপাচার্য অধ্যাপক তানভীর হাসান ও উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
এবারের ক্যারিয়ার ডে তে যে ১১০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে, সেখানে দেশের প্রায় সবকটি গুরুত্বপূর্ণ খাতের প্রতিনিধিত্ব রয়েছে। যার মধ্যে আছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, টেলিকম, এনজিও ও সিবিও, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি।
বিডি প্রতিদিন/এমআই