২১ মার্চ, ২০২৩ ১৪:০৩

সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ২১ বছর পূর্তি, বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

২০ মার্চ (সোমবার) রাতে রাজধানীর বারিধারা জে ব্লকে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদ এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। 

অনুষ্ঠানে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী, ছয়টি শাখার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি, সভাপতি ও অধ্যক্ষবৃন্দ। সভাপতির ভাষণে ইঞ্জিনিয়ার এম এ রশিদ বলেন, সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন পূরণে আমাদের সন্তানেরাই অবদান রাখবে। তাদেরকে সঠিক দিক নির্দেশনা ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলেই আমরা দায়িত্ববোধ সম্পন্ন সুনাগরিক তথা উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আর সে লক্ষ্যেই আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ৬টি শাখা প্রতিষ্ঠা করেছি। 

তিনি বলেন, ২১ বছর বয়সে ১৯ বছরই শত ভাগ পাসের ধারাবাহিকতা অব্যাহত ছিল আমাদের। তবে পাশ ফেলের চেয়ে সৃজনশীল নৈতিক শিক্ষাদানেই আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। ফলে উচ্চশিক্ষায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় আমাদের প্রচুর শিক্ষার্থী প্রতি বছরই উত্তীর্ণ হয়। 

প্রধান অতিথিও তাঁর ভাষণে রাজধানীর বিভিন্ন স্থানে স্কুলটির নিজস্ব প্রসস্ত ক্যাম্পাস প্রতিষ্ঠাসহ সার্বিক উন্নয়নে ভূয়সী প্রশংসা করেন। সর্বশেষ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধন্যবাদ জ্ঞাপণের মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠান। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর