২১ মার্চ, ২০২৩ ১৯:৫৫

রাবিতে বিশ্ব বনায়ন দিবস উদযাপন

রাবি প্রতিনিধি

রাবিতে বিশ্ব বনায়ন দিবস উদযাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিশ্ব বনায়ন দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে 'রাজশাহী বন সৃজন: নগরভিত্তিক বনায়নের অবস্থা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউট এই সেমিনার আয়োজন করেন।

সেমিনারে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাবরিনা নাজ বলেন, অরণ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এই মানুষ। কিন্তু সুষ্ঠু বনায়ন ছাড়া জীবনের অস্তিত্ব সংকটে পড়বে। তাই এখনি ভেবে দেখার সময় এসেছে কিভাবে অরণ্য ব্যবস্থাপনাকে নগরায়নের সঙ্গে সমন্বয় করা যায়।

কেননা ইতিমধ্যে বন ধ্বংসের কারণে আবহাওয়ার পরিবর্তন লক্ষণীয় হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। তাই সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে পরিকল্পিত বনায়ন অতি জরুরি। এছাড়াও সেমিনারে বন রক্ষায় মানুষের করণীয় সম্পর্কে তুলে ধরেন তিনি।

সেমিনারে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগের রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্, বন্যপ্রাণী অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কর্মকর্তা আহমেদ নিয়ামুর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলাম ও ইনস্টিটিউটের অধ্যাপক রেদওয়ানুল হক প্রমুখ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর