বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরেবাংলা হলে গভীর রাতে দুই দল শিক্ষার্থীর মধ্যে মারামারি হয়েছে। এতে ৩ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র রাজু মোল্লা, একই বিভাগের হাবিবুল্লাহ মিলন এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সিফাত হাসান। তারা শেরে বাংলা হলের ২০০৭ ও ২০০৯ নং রুমের আবাসিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ২০০৬ নং কক্ষে ও পরে টিভি রুমে মারামারির ঘটনা ঘটে। এতে আহত ৩ জনকে উদ্ধার করে রাতেই শেরই বাংলা মেডিকেলে নিয়ে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আহতদের মধ্যে রাজু মোল্লার অবস্থা গুরুতর। মাথা ফেটে গেছে। অপর দুই জনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এ ব্যাপারে শেরেবাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া জানান, রাতে হলের তিনজন শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। তাদের হাসপাতাল প্রেরণ করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনা তদন্ত করে অভিযুক্তেদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল