পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে সোমবার ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে শিক্ষার্থীদের জন্য একটি কর্মশালা হয়েছে। উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন, বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান খান।
এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী, গ্রাফিক্স ডিজাইনার এসএম নাঈম ইবনে রহমান ও ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী, ওয়েব ডিজাইনার কাওছার আহমেদ।
কর্মশালায় উপাচার্য হাফিজা খাতুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের দক্ষতাকে অনুশীলনের মাধ্যমে বাড়ানো এবং শেখাকে আরও ভালোভাবে কাজে লাগাতে হবে। ভিতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে, জ্ঞানকে ছড়িয়ে দিতে হবে। আউটসোর্সিংকে আমাদের পেশা হিসেবেও নেওয়া যেতে পারে। এর মাধ্যমে অনেকেই অনেক ভালো অবস্থান তৈরি করেছেন। প্রতি মুহূর্তেই নিজেকে তুলে ধরা এবং নিজের প্রতিভাকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, এ ধরনের কর্মশালা একটি অসাধারণ উদ্যোগ। এর মাধ্যমে আমাদের অনেক কিছু শেখার আছে।’
বিডি প্রতিদিন/নাজমুল