৩১ মে, ২০২৩ ১৯:৫৬

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'স্মার্ট ক্লাস রুম' চালু

পাবনা প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'স্মার্ট ক্লাস রুম' চালু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্মার্ট ক্লাস রুম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় পাবিপ্রবি এক্সাম হল বিল্ডিংয়ের ৩য় তলায় স্মার্ট ক্লাস রুম উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন। 

প্রাথমিকভাবে পাঁচটি অনুষদের পাঁচটি বিভাগসহ মোট সাতটি ক্লাসরুম এর আওতায় আসবে। পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোও স্মার্ট ক্লাসরুমের আওতায় আনা হবে বলেও জানান তারা।  

এ সময় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো: আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন, বিশেষ অতিথির বক্তব্যে দেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এসএম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. কেএম সালাহ উদ্দীনসহ আরও অনেকে।

পরে ফিতা কেটে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন স্মার্ট বোর্ডও উদ্বোধন করেন।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর