ডেঙ্গু মশার উপদ্রপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি করা হয়েছে। সিটি করপোরেশনের সহায়তায় এডিস মশা ধ্বংস করার লক্ষ্যে বুধবার ক্যাম্পাসের প্রতিটি হল, ক্যাফেটেরিয়া একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনসহ পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩টি ফগার মেশিন দিয়ে দিনভর এই মশক নিধন কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের আহ্বানে সাড়া দিয়ে ফগার মেশিন দিয়ে মশা মারার ওষুধ স্প্রে করে সহযোগিতা করে সিটি করপোরেশন।
মধক নিধন অভিযানের নেতৃত্বদানকারী বরিশাল সিটি করপোরেশনের আবু জাফর জানান, তিনটি ফগার মেশিন দিয়ে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে মশক নিধনের লক্ষ্যে ওষুধ স্প্রে করা হয়েছে। এতে ক্যাম্পাসে মশার উপদ্রপ কমবে বলে আশা করেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল