আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) এর মিডিয়া ও গণযোগাযোগ বিভাগ (এমএমসি) এবং কলকাতার অ্যাডামাস ইউনিভার্সিটির স্কুল অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যে দিয়ে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হলো। এর মধ্যে দিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবে।
সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময় কর্মসূচির আওতায় এআইইউবি-এর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের দশ জন শিক্ষার্থী এবং সহযোগী ডিন অধ্যাপক ড. এবিএম রহমতুল্লাহ, বিভাগের শিক্ষক নিয়াজ মজুমদারসহ একটি প্রতিনিধিদল কলকাতার অ্যাডামাস ইউনিভার্সিটির টিচিং এ্যান্ড ল্যানিং প্রোগ্রাম বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/হিমেল