ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগিতায় ‘জাপানের আধুনিকায়নে শিক্ষাগত উন্নয়ন’ শীর্ষক ৪র্থ জাইকা চেয়ার লেকচারের আয়োজন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন জাইকা ওগাতা সাদাকো রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ অ্যাডভাইজার ড. কায়াশিমা নোবুকো। তিনি জাপানের শিক্ষাব্যবস্থার ঐতিহাসিক উন্নয়নের ওপর আলোকপাত করেন ও বিশ্বজুড়ে শিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতার বিষয়টি ব্যাখ্যা করেন। এদো পিরিয়ড থেকে শুরু করে মেইজি পিরিয়ড পুনঃপ্রতিষ্ঠা এবং এখনকার সময় পর্যন্ত, প্রাথমিক থেকে টারশিয়ারি শিক্ষার ওপর জাপান সরকারের গুরুত্বের বিষয়টি ব্যাখ্যা করেন তিনি। কীভাবে বিশেষত ইউরোপ ও আমেরিকা থেকে বিদেশী শিক্ষকগণ এসে জাপানিদের মধ্যে শিক্ষার প্রসার ঘটান, সে বিষয়েও তিনি আলোচনা করেন। পাশাপাশি, সম্ভাবনাময় শিক্ষার্থীদের দেশের বাইরে পড়তে পাঠানোর ক্ষেত্রে সরকারের ভূমিকা ও পরবর্তীতে জাপানের উন্নয়ন ও আধুনিকায়নের ক্ষেত্রে তাদের অবদানের ওপরও গুরত্বারোপ করেন তিনি। যেকোনো দেশে মানসম্মত শিক্ষা ও টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা এবং পাশাপাশি বিদেশী জ্ঞানের স্থানীয়করণের ওপরও এসময়ে তিনি আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় তিনি জাইকা ও বিশেষজ্ঞ গবেষক সহ সকল অংশীজনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. এ এস এম মাকসুদ কামাল। আয়োজনের সমাপনী বক্তব্যে দেশের ভোকেশনাল শিক্ষার ওপর গুরুত্ব প্রদান করেন তিনি।
বিডি প্রতিদিন/এএ